তোমার তরে সবই গেলো
তুমি থাকলে ক্ষতি নাই ,
তুমি আমার ভালোবাসা
তুমি আমার রাই ।।
তোমার কথা ভেবে আমার
দিবা নিশি কেটে যায়
তুমি আমার ভালোবাসা
তুমি আমার রাই ।
তোমায় বিনা রাত কাটেনা
দেখি শুধু স্বপনে
তুমি তো আছ বন্ধু আমার দুই নয়নে ।
তোমার ঐ চিকন নাক দেখিয়া
বন্ধু আমার মন জুড়ায়
তুমি আমার ভালোবাসা তুমি আমার রাই।।
তোমার মাথার দীঘল কেশে মন টা আমার গেছে ফেঁসে
সই করি কি উপায় এখন করি কি উপায় ?
তুমি আমার ভালোবাসা তুমি আমার রাই
তাই তো বন্ধু তোমার কথা ভোলা বড় দায়
তুমি আমার ভালোবাসা তুমি আমার রাই ।।