সৌমেন দেবনাথ
কার্তিক অগ্রহায়ণ মিলে
ঋতু যে হেমন্ত,
শিউলি ফুল ফোঁটে আঙিনায়
মন মুগ্ধে দুরন্ত।
আবছা আবছা কুহেলিকা
দেয় শীতের পূর্বাভাস,
গাছের পাতা ঝরে পড়ে
রোদ্রাঙ্কিত আশপাশ।
মেঘমুক্ত আকাশে জোছনা
স্নিগ্ধ সৌম্য রাত,
শিশির মাখা ঘাসের ডগা
কাঁচা সোনার প্রভাত।
আমন ধান কাটার ধূম পড়ে
কৃষক কৃষাণ মাঠে,
শ্রম শেষে উঠে ধান গোলায়
কেউবা বেচে হাটে।
নতুন ধানের নতুন চালে
ফিরনি-পায়েশ আর ক্ষির,
নবান্ন উৎসব হয় শুরু
কূলহারা সুখের তীর।
বাড়ি আসে নতুন জামাই
নাইওর আসে মেয়ে,
সময় কাটে খুশীর বাণে
পিঠা-পুলি খেয়ে।
রূপের রানী ঋতু রানী
হেমন্ত বাংলায় এলে
উৎসব হয় আনন্দ লাগে
পদ্ম হাসে বিলে।
আলগোছে হাত বাড়ায় শিশির
বলো কিসের ইঙ্গিত?
হেমন্তের বুকে রেখে পা
নামে এ ধরায় শীত।