জানো, ভীষণ মনে পড়ে
স্কুলের দিনগুলোর কথা।
উত্তরের টিনশেড চাঁদনিতে বসে
দুজনের গল্প,খুনসুটি ছিলো কত।
প্রথম সকালে ঝড়ে পরা
মৌসন্ধ্যা কুড়াতে যত,
দিতাম পড়িয়ে বিনুনীতে
তুমি মৃদু মৃদু হাসতে।
ভীষণ মনে পড়ে
কন্ধরে রেখে শির
মুখখানি করে ভীষণ ভারি
বলেছিলে,” মাথা খাও,
আমার শুধু আমার,
তোমার ভালোবাসার অধিকার।
এপারে কি ওপারে
কেউ না হয় যেন
ও মনের দাবিদার।
দু’হাতে জড়িয়ে কপোল
নীল আকাশ শিক্ষাঙ্গন
যূথী গোলাপ মৌসন্ধ্যা রঙ্গন
আর অভুযদিত রবি
করি শপথ ইসাদী,
বলেছিলাম, ” আমার সবটাই শুধু
তোমার ছিল, তোমার আছে,
থাকবে তোমার জনমে জনমে।
কিন্তু হায়!
প্রেম কি সয় অভাগায়?
তোমার আমার মাঝে আজ সপ্ত পারাবার,
আমার বদ্ধ ভুবন,ভীষণ অন্ধকার
তুমি আলোয় ভরো অন্য কারো ঘর।
কাল প্রবাহে আমি উড়নচণ্ডী ঘরহারা
বিষন্ন পৃথিবীর পথে প্রান্তে
নিরন্তর হেঁটে চলি ক্ষনিক উল্লাসে
আর অন্তত নরক যাতনা।