শিউলী মজুমদার
নিজেকে খুঁজিতে গিয়া উদভ্রান্তের মতো বহুক্রোশ হাঁটিয়া
আজও জানিলাম না
আমি কে
কে আমার?
শুধু পশ্চাৎ ফিরিয়া দেখিলাম
অনেক দূর চলিয়া আসিয়াছি,
শূন্যতার ফালি ফালি রাস্তা ধূসর তামাটে রং ধারন করিয়াছে।
আপন পরের প্রভেদ বুঝি নাই
ভালোবাসা কি তাও বুঝি নাই।
সবই যেনো ধোয়াশার মলাটে বাধিয়া রহিয়াছে।
শুধু নিজেকে টানিয়া হেছড়াইয়া শৃঙ্খলার রেশ ধরিয়া কিঞ্চিৎ জানিবার চেষ্টা করিয়াছি।
ক্লান্ত চরণ বারে বারে থমকিয়া যায়, হারাইয়া ফেলে পথ।
অগ্র পশ্চাৎ যতটুকু খুঁজিলাম
দেখিলাম তোমাদেরই খুজিয়া চলিয়াছি ;
দিনের পর দিন
রাতের পর রাত
মাসের পর মাস
নিজেকে বুঝি নাই, নিজেকে খুঁজি নাই!
নিজের কাছেই নিজেই রইলেম অজানা
আমি কে
কে আমার?
শুধু খুঁজিয়াছি, দেখিয়াছি, বুঝিয়াছি তোমাদের সকাল সন্ধ্যাবেলা