তাপস কুমার বর
আমি ভাবনার সাগরে ডুব দিয়েছি,
সমুদ্র তোমার মায়াসিঞ্চন কাজল চোখে।
নির্জনে কত পথ খুঁজেছি…
তোমার বিহ্বল পাগল ওই দু’নয়নে।
আমি যাযাবর হয়ে পথ হেঁটেছি…
ওই আগুন বেছানো আগ্নেয়গিরির অগ্ন্যুদগমে ।
রূপসী পৃথিবী,
তোমার ভাবনার ওই ইচ্ছের মায়াসাগরে।
আমি তোমার প্রেমে ক্লান্ত পথিক,
সাহারা মরুভূমির পথ ধরে।
আমার প্রেম মোহিনী…
তোমার স্বপ্নের তরী বইতে বইতে,
আমি মরুভূমির তৃষ্ণার্ত ধাঁধায় আটকে গেছি।
ওই পাগল রূপের কারাগারে বন্দি হয়ে,
গলা ফাটা চিৎকারে,
রূপসী পৃথিবী তোমায় বার বার কত ডেকেছি।
আমি প্রিয় জীবনানন্দের স্বপ্ন খুঁজেছি,
ওই মায়ায় ঘুমিয়ে থাকা স্বপ্ন সাগরে।
আজ উথালি পাথালি মন…
বিহ্বল দৃষ্টিতে,
কত আম জাম কাঁঠালের বনে,
স্মৃতির বেড়াজালে এখনো কাউকে খোঁজে।
বিশ্ব মায়ের প্রকৃতি প্রেমে…
জোনাকির আলোয় পথ খুঁজেছি,
ওই মরুভূমির ধাঁধায় আটকে পড়া শক্ত শেলে।
রূপসী বনানী তোমায় কত খুঁজেছি…
ওই আতর মাখানো ধোঁয়াসার মরুসাগরে।
আজ তোমার রূপ আমি চিনেছি,
আমার স্বদেশ মাখানো মিষ্টি মধুর কলতানে।
আমি ধোঁয়াশার পথে হাঁটতে গিয়ে,
হাজার বিপদের হোঁচট খেয়েছি…
রূপসী পৃথিবী তোমার পাগল করা ওই দু’নয়নে।
আজ আমার স্বদেশে তোমায় দেখেছি,
ওই আম জাম কাঁঠালের বনে।
মিষ্টি কচি ঘাসের সুগন্ধে…
আমি এক পা দু পা পথ হেঁটেছি,
ওই তোমার মায়াসিঞ্চন প্রেমের অতল গভীরে।
আজ ভাবনার সাগরে ডুব দিয়েছি,
তোমার প্রেমে সারথী হয়ে।
কতকালের সেই দীর্ঘ প্রতিক্ষার প্রেম যৌবন;
আজ তুমি আমি নির্জনে বসে আছি,
আমার ভাবনার কুঞ্জকানন মায়াসাগরে।
রূপসী পৃথিবী,
আমার স্বদেশে তোমায় পেয়েছি,
ওই ভোর জাগানো নব প্রেমের কোকিল কন্ঠে।