উত্তর কোরিয়া গতকাল সোমবার সকালে আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
দেশটির পূর্ব উপকূল থেকে সাগরে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করা হয়।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে এ তথ্য উঠে এসেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে ওইসব প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া সোমবার সকালে তার পূর্ব উপকূল থেকে সাগরে দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, সোমবার সকাল ৭টা ৪৭ মিনিটে উত্তর কোরিয়ার নর্থ হোয়াংহাই প্রদেশ থেকে দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সেগুলো প্রায় ৩৭০ কিলোমিটার (২৩০ মাইল) আকাশে ওড়ে।
জাপান সরকারের মতে, নিক্ষেপ করা ওই দু’টি ক্ষেপণাস্ত্রই জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে মনে হচ্ছে।