রাহাদসুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
বরিশালের উজিরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র গিয়াস উদ্দিন বেপারীর নৌকার সমর্থনে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর শনিবার বিকাল ৪টায় উজিরপুর পৌর শহরের বঙ্গবন্ধু উন্মুক্ত মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে জনসমুদ্রে রূপ নেওয়া উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উজিরপুর উপজেলা চেয়ারম্যান আ.মজিদ সিকদার বাচ্চু,বাবুগঞ্জের উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক দুলাল,জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার,বাবুগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান খালিদ হোসেন স্বপন উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা সুখেন্দু কুমার বৈদ্য,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান,আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম শাহিন প্রমুখ।
এছাড়াও উজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,পৌর আওয়ামী লীগ সভাপতি সুব্রত লাল কুন্ডুসহ বানারীপাড়া ও উজিরপুরের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং জাতীয় পার্টি,জাসদ ও ওয়াকার্স পার্টিসহ ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী চলমান উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে পৌরবাসীকে নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারও তাকে বিজয়ী করতে আহবান জানিয়ে দোয়া কামনা করে বক্তৃতা করেন। পরে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীদের নিয়ে তিনি গণসংযোগ করেন।
প্রসঙ্গত,আগামী ২৮ ডিসেম্বর সোমবার উজিরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে । ৯ টি ভোট কেন্দ্রে ১১হাজার ৯২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৫ হাজার ৯৩৬ জন নারী ভোটার ও ৫ হাজার ৯৮৮জন পুরুষ ভোটার রয়েছে। এ বছর প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।