মোহাম্মদ আরিফ হোসেন
মহাকাল তুমি ইশ্বরের সৃষ্টি,
করুনা জাহার আছে অন্তদৃষ্টি।
অনন্ত অসিম প্রেমময় ঈশ্বর
দিয়েছ তুমি এ জীবন নশ্বর।
হৃদয়ে অণুতে বাজে তোমার সুর,
বিরাজিত ছিলো কখনো সুদূর।
খুজিয়া ফিরি গগনে তব,
ঈশ্বর তোমা কোন খানে পাবো?
আকাশের পানে তাকায় থাকি,
জীবন যায় যাক তবুও যদি দেখি।
আশা করিয়াও ফুরায় আশা,
হে ঈশ্বর কোথায় তোমার বাসা?