পাঠশালা ভরা বর ইস্কুল জীবন বন্ধু মহল
হাশি হাশি খেলা, গাছ বৃক্ষ তরুলতা রাশি রাশি মেলা।
সূর্য অস্থ দিনভোর রবি কিরনের খেলা,
তখন আনন্দ ফুর্তি’তে হতো লেখা পড়া;
হল রুম মাস্টার বন্ধু মহল হলো ইষ্টার
বিজ্ঞান ধুতরা ফুল,পথের পথিক-
বৃহস্পতিবার হলো হাফস্কুল!
“ভৌগোলিক ভূগোল সূর্য গ্রহণ”
পরিবার ছিল তখন বন্ধু মহল।
চাঁদা ইস্কেল হলো রাশি,রাশি
বন্ধু মহল ছিল তখন পাশাপাশি।
ইস্কুল জীবন বন্ধু মহল বটবৃক্ষ ধরণী
দেখ অঞ্চল বাসি পাঠশালায় যাচ্ছে তারা
চললো রে চললো পথ,গাঠ এই হলো ইস্কুল মাঠ।
বন্ধুরে বন্ধু ডাক এ হলো সবুজ মাঠ বই পৃষ্টা!
পাঠের পাঠ পায়, জ্ঞান অর্জনতায় পাঠশালায়
মাস্টার মোশায় ধরনের ব্যাকারণ উদাহরণ শিখায়
নয়নে নয়নে ভরা মুখ চোখে বাসে এখন খুব।