মোহাম্মদ হাসানঃ
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রেরিত চাহিদা পত্রে চট্টগ্রাম মেট্টপলিটন পুলিশের পাঁচ থানার ওসি পদে রদবদল করা হয়েছে।
আজ ১৮ জানুয়ারি সোমবার সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর এ বদলির আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে রাতে সিএমপি জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্তি উপ- পুলিশ কমিশনার) শাহ মোহ্ম্মদ আবদুর রউফ স্থানীয় দৈনিককে বলেন, কোতোয়ালী, বাকলিয়া, ডবলমুরিং, চকবাজার ও চাঁন্দগাও থানার ওসি পদে বদলির আদেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয় ঢাকার স্মারকের আলোকে সিএমপির পুলিশ পরিদর্শকদের বদলি করা হয়।