বাতায়ন24 ডেক্স
এমন কথা মানুষ প্রায় প্রায়ই বলে থাকেন। কারণ পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে থাকে। তেমনই একটি ঘটনা ঘটেছে ২০২১ সালের ক্যালেন্ডারের সঙ্গে। এই ক্যালেন্ডারের সঙ্গে ১৯৭১ সালের ক্যালেন্ডারের হুবহু মিল পাওয়া গেছে।
নতুন এই ক্যালেন্ডারের সঙ্গে গত ১২০ বছরের মধ্যে ১২টির মিল রয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৯৭১ সালের ক্যালেন্ডারটি ভাইরাল হয়েছে।
দুটি ক্যালেন্ডার মিলিয়ে দেখা গেছে, ১৯৭১ সালের ১ জানুয়ারি শুক্রবার ছিলো। ২০২১ সালের প্রথম দিনও শুক্রবার। এমনকি দুটি সালের শেষ দিনও শুক্রবার। শুধু তাই নয়, ২০২১ সালের প্রতিটি দিনের তারিখ ও বারের সঙ্গে ১৯৭১ সালের হুবহু মিল পাওয়া গেছে।
এদিকে ১৯৭১ ছাড়াও আরো ১১ সালের ক্যালেন্ডারের সঙ্গে ২০২১ সালের মিল রয়েছে। সালগুলো হলো- ১৯০৯, ১৯১৫, ১৯২৬, ১৯৩৭, ১৯৪৩, ১৯৫৪, ১৯৬৫, ১৯৮২, ১৯৯৩, ১৯৯৯ এবং ২০১০ সাল।
আরো অবাক করার মতো বিষয় হলো ২০২৭ সালেও একই ক্যালেন্ডারের দেখার সুযোগ পাওয়া যাবে।