তোমায় ফুলদানিতে সাজায়ে রেখেছি
আমার মনের ঘরে,
যেন চলতে ফিরতে, উঠতে বসতে
হেরি প্রতি ক্ষনে।
আমার নিলয় মলয় রবে ভরে মিষ্টি মধুর গন্ধে,
যেন তোমায় অনুভব করি আমার প্রতি রন্ধে রন্ধে।
ইচ্ছে হলে তোমার রঙে রাঙিয়ো আমার ছোট ঘর,
ইচ্ছে হলে ভালোবেসে আপন কর
অথবা ভেবো পর।
কভু না হয় সোহাগ ভরে
আমায় কাছে ডাকলে,
তবু জেনে রেখ আমি তোমার
রব পাশে পাশে।