কাউসার হামিদ শ্রাবণ
তোমার শহরে তুমিই থাকো,
আমি না হয় বাঁশবাগানে থাকি।
দু’চোখ মেলে সোনার কুটির
জোস্না-বিলাস দেখি।
আচ্ছা তুমি বড়ই হলে
বিলাস বহুল দেখে,
আমি হলাম জীর্ণকুটির
কাশঁ-ফুলের রুপে।
আমার কত সাথী আছে
সে কি তুমি জানো
পাষাণ বেদির পাষাণ
মানুষ তোমরা কি তা ভাবো?
আমার কত ইচ্ছে আছে
রঙিন মানুষ সাজার
রাতের বেলায় বংশী নিয়ে
জোনাক পোকা দেখার।
ইচ্ছে জাগে মাঠে নেমে
কাদা মাখি গাঁয়ে
ইচ্ছে জাগে রঙিন ঘুড়ি
উড়াই আকাশ পানে।