আসিস তুই আসিস বন্ধু
মোর আঙিনায়,
ডাকিস ভোরের পাখি হয়ে
কদম্ব শাখায়।
প্রথম রবির কিরণ হয়ে
আসিস তুই বাতায়ন পথে।
নিশিকালে নিদ্রায় বিভোর রাখিস
চন্দ্রিমার জ্যোৎস্না হয়ে,
ফের প্রভাত কালে ললাট চুমে
ঘুম ভাঙাস প্রাতের পবন হয়ে।
ব্যার্থতা আর হতাশার ভ্রান্তিতে
জীবন পথে আঁধার নামলে
আসিস তুই আসিস বন্ধু
নতুন আশার আলো নিয়ে।
জীবন পথে চলতে গিয়ে
পথের মাঝে পথ হারালে
আসিস তুই আসিস বন্ধু
নতুন পথের দিশা হয়ে।
তারুণ্যের প্রতীক হয়ে
রব দুজন অম্লান হয়ে,
দুঃখ হতাশার বাঁধা পেরিয়ে
এগিয়ে যাবো সম্মুখ পানে।
আসিস তুই আসিস বন্ধু
সেই চেতনার দোসর হয়ে।