এম.এইচ সাইমন হাসান
চলছে এখন মহামারি
বেকার বেশি তাই,
কাজটি একটু কমে গেছে
তাইতো দুখী ভাই ।
বিপদ যখন চলে যাবে
মিলবে দুটো ভাত,
শান্তি বুঝি আসবে এবার
গুজবে কালো রাত ।
এই আশাতেই আছি এখন
করবো আবার কাজ,
ভাগ্য যেনো না ঘুরে যায়
মাথায় পড়ে বাজ ।
ঘরের ভিতরে বসে থেকে
বেড়ে গেছে ঋণ,
পকেট খালি নেইতো টাকা
কাটে না আর দিন।
ঋণের কথা বলি যদি
আপন হবে পর,
আছি আমি ভীষণ চিন্তায়
মনে ভারি ডর ।
Nice