বিমান বিশ্বাস
এসেছে বুঝি আবার
তোমার আমার মিলনের চিরকুট!
কামনার দ্বীপে ভেসেছি এতোকাল-
স্তবগাঁথায় ছিল সব হিজিবিজি স্বপ্ন!
পুনঃরুদয়ের আশায় তবুও বাঁচি,
অগোচরে…
ছিল না আমার ভালোবাসার
নদীর মতো মোহনা,
শ্বয্যাওলা বিহীন মরুদ্বানে ছিল শুধুই কাঁটা,
দুঃখের কারাবাসে ছিল যেন
পূর্ণিমার ভাঙা চাঁদ!
ছিল শুধু বারুদে পূর্ণ রক্তাক্ত তৃষ্ণা!
হাহাকারে ভিজে হয়েছি চৌচির
বারি বিন্দুর আশায়,
তবুও পাইনি আমি তার সঞ্জীবনী সুধা।
ঘন শ্রাবণের ধারায়
বইয়ের পাতার মতন-
ভিজে হয়েছি আমি একাকী
একাকী নিঃসহায়…
তবুও পুবের হাওয়া ছিল
ভাসতে চেয়েছিলেম তোমার
তৃষিত রোদ্দুরে!
তিমির রাত্রির বয়স আজো
বুঝি বাড়েনি!
বেড়েছে তোমায় হারিয়ে ফেলার ভয়ে
মনের অসুখ!
হৃদয়ের ব্যথা!
আরোগ্যের আশায়
আজো হাঁটি আমি বন্ধন বিহীন
টুকরো টুকরো স্মৃতির জলোচ্ছ্বাসে ভর করে!
ঠিকানা বিহীন বনানীতে
একা একা…