আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে সাড়া দিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দার কিং সালমান বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রেসিডেন্ট আসাদ।
জেদ্দা বিমানবন্দরে ৫৭ বছর বয়সি বাশার আল-আসাদকে স্বাগত জানান সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তা।
সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসবাদ ও সহিংসতা চাপিয়ে দেয়ার পর প্রায় এক যুগ আরব লীগের শীর্ষ বৈঠকে অংশগ্রহণ থেকে বিরত ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ২২ সদস্যবিশিষ্ট আরব লীগের ৩২তম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বাশার আল-আসাদ। শুক্রবার থেকে দু’দিনব্যাপী ওই সম্মেলন শুরু হবে।
আরব লীগের শীর্ষ সম্মেলনে সিরিয়ার যোগদানের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সংস্থার মহাসচিব আহমেদ আবুল গেইত, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ।
২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডব শুরুর পর তা দমনে বাশার আল-আসাদের সরকার ব্যবস্থা নিলে তাকে গণতান্ত্রিক আন্দোলন দমনের অজুহাত তুলে আরব লীগে সিরিয়ার সদস্য পদ স্থগিত করা হয়। ১২ বছর পর এবার মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও কূটনৈতিক ব্যবস্থায় বড় রকমের পরিবর্তনের ফলে সিরিয়াকে আরব লীগের সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।
এরপর সৌদি আরবের পক্ষ থেকে জেদ্দায় অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য প্রেসিডেন্ট বাশার আসাদকে আমন্ত্রণ জানান রাজা সালমান বিন আব্দুল আজিজ। ২২ সদস্যের আরব লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সিরিয়া।