আয়ারল্যান্ডকে ৪ রানে হারিয়ে সিরিজ জয় করেছে টাইগাররা।
ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে আইরিশদের দেওয়া ৩২০ রানের টার্গেট টপকে দারুণ জয় পায় বাংলাদেশ।
একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচেও টাইগারদের সাথে চোখে চোখ রেখে লড়েছে আইরিশরা। বাংলাদেশের দেওয়া ২৭৫ রানের টার্গেটে তারা বেশ ভালোভাবেই আগাচ্ছিল। তবে মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ২৭০ রানেই থামতে হয়েছে আইরিশদের।
বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ১০ ওভার বল করে ৪৪ রান দিয়ে পেয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। হাসান মাহমুদের শিকার দুই।