মনে বড় ইচ্ছা আমার হবো শব্দ চাষি,
একটা দু’টা অক্ষর দিয়ে কবিতা লিখব আজি।
গদ্য নাকি,পদ্য লিখব নাকি ছন্দের তালে,
অক্ষর বৃত্তে,স্বর বৃত্তে নাকি মাত্রা বৃত্তে।
অনেক লেখক,আজকে দেখি বাংলা সাহিত্যের বুকে,
তাদের কাছে নগ্ন আমি মন কি তা বুঝে।
তাল বিহীন,ছন্দ বিহীন,তবু লিখতে বসি,
হোক না সেটা ভুলে ভরা,তবু লিখতে আসি।
কোনো ছন্দে,কোনো তালে,লিখব কবিতা আমি,
পাঠক যদি না খুশি হয়,সেই ভয়েতে মরি।
কোন ছন্দে,লিখলে কবিতা,পাঠক হয় যে খুশি,
সেই কথাটায় বসে বসে,সারা দিনরাত খুঁজি।
অনেক কিছুই জানার বাকী,নতুন জগত জুড়ে,
নামি দামি লিখার মাঝে,সেই লেখাটায় খুঁজে।
পায় গো যদি সেই লেখাটা,আমার নয়ন তটে ,
তবে হয়ত লেখক নামটা,জুটবে কপালেতে।