আসমা আক্তার কাজল
আমি প্রতিদিন চাই একটি ভালো কাজ করতে;
যে কাজে সকলে খুশি হয়ে
আমায় আরো একটি ভালো কাজের
সঠিক পথ দেখাবে।
আমি প্রতিদিন চাই একজন ভালো মানুষ হতে ;
সুখের সাথী নয়
দুঃখী জনের দুঃখ গুলো
চাই একটু খানে ভাগ নিতে।
আমি প্রতিদিন চাই একটি ভালো খবর শুনাতে ;
যে খবর শুনে আতঙ্কে নয়,
নতুন আশায় বেঁচে থাকার জন্য
শান্তির নিঃশ্বাস ফেলবে।
আমি প্রতিদিন চাই একজন মানুষের উপকার করতে ;
প্রতিদানে কিছু পাবার জন্য নয়,
মানব সেবার একটু ছোঁয়ায়
এ হৃদয় শীতল হতে চায়।
আমি প্রতিদিন চাই একটি স্বপ্ন দেখতে ;
যে স্বপ্নে থাকবেনা খুন,ধর্ষণ,মহামারি
এমনকি ক্ষুধার্তের নীরব চিৎকার,
থাকবে শুধু অনাবিল সুখের প্রয়াস।
আমি প্রতিদিন চাই একজন মানুষ এসে বলুক ভালো হয়ে গেছি;
কেউ একজন এসে বলুক
তোমার স্বপ্নের আলোয় আমি
নতুন স্বপ্ন দেখতে শিখেছি।
আমি সেইদিন হবো তৃপ্ত
অনাবিল সুখের সাগরে ভাসবো,
পরম শান্তি নিয়ে ঘুমিয়ে যাবো
হারিয়ে যাবো অজানার।