সাইদ খান
আমি নিম গাছ হতে চাই মাক্কাল না
আমি সত্য বলতে চাই অভিনয় না ।
আমি করি উপকার ক্ষতি কারো নয়
সত্যি কথা অতি তিতা মিথ্যা লাগে ভালো
এভাবেই চলে যাচ্ছে সত্যের আলো।
আমি তিতা জেনে তুমি যদি আমায় নাও বুকে
তুমি থাকবে সারাজীবন মহা সুখে
উপরের রুপ দেখে হই ও না পাগল
তাহলে তুমি খাবে জীবনে মস্ত বড়ো ঘোল।
জগৎ সংসার এ মানুষ চেনা দায়
বাহিরে সবাই তোমার অন্তরে নয় ।
যদি তুমি কাউকে বেসে থাকো ভালো
মুখে নয় বুক দিয়ে আগলে রেখো তারে।