প্রশ্ন অনেক
উত্তরের দায় একান্তই নিজের।
শরীর তাে কায়া
অতিথির মতাে আসা যাওয়া।
ছায়া অবয়ব
নিজের তবু অধরা। আত্মা শুনেছি অবিনশ্বর
ছায়াহীন কায়াহীন জল রঙ।
আমার সত্তা শুধু প্রশ্ন।
আমিত্ব বলে কিছু আদতে আছে কি?
জন্ম সত্যি, মৃত্যু সত্যি,
তবু বেঁচে থাকা কেন ইতিহাস একদিন?
কিসের অহং নিয়ে আমি?
হিংসা গর্জে ওঠে,
রক্তে রক্ত খোঁজে,
বেলা শেষে পাতা ঝরা গাছ!
আমিও সােহাগ করি,
চেটে নিই তৃপ্তির ঘাম। আমি নারী,আমিই পুরুষ
আমারই রক্তে জাগে নতুন রক্ত।
আমিত্ব মুছে যায়
একদিন স্থূল কায়া হেরে যায় কিছু
অনুভূতি বেঁচে থাকে ক্ষনকাল,
অন্য আমি’র কাছে।
ধরণীর বুকে জেগে উঠে আবার মিশবে ধরাতে।
ছায়া, কায়া, মায়া জুড়ে পৃথিবী,
পৃথিবীর সবখানে আমি।