স্নিগ্ধা ঘোষ
যেদিন থেকে ধরেছি কোদাল,
হয়েছি মাটির মাঝে বন্দী।
জীবনের লড়াই জেতার জন্য,
করেছি সংগ্রামের সাথে সন্ধি।।
কঠোর পরিশ্রমের মাঝেও
করেছি নিজের স্ব-অধীনতায় কাজ,
আজ সেই স্বাধীনতার হস্তক্ষেপে
দেখি নতুন দুনিয়ার রাজ।।
যারা করছে বিরুদ্ধাচ্চারণ,
ভুলেছে অতীত তারা;
ভাবছে না তারা খাবে কি?
মাটির ফসল ছাড়া!
সবার চাওয়া ইঞ্জিনিয়ার-ডাক্তার;
হাওয়ার স্রোতে সব ছুটছে
ভাবে না তো ওরা কেউ-
ভাত কিভাবে জুটছে!
আমরাও তবে ফলাবো না ফসল,
রইবে না কোনো চাষী।
আমরাও মরে দেখবো তবে,
বাঁচে কী করে ধাত্রী!
যেতে পারতাম আমিও হেরে,
নিতে পারতাম দড়ি হাতে তুলে;
কিন্তু মা আমার অপেক্ষায় আছে,
নিজেদের সব সুখ ভুলে!
হেরে যাওয়া জীবনযুদ্ধের
থাকে না কোনো লড়াই।।