এস আর এ হান্নান
সেঁজে থাকি জ্ঞানি
বুঝি কম জানি,
চোঁখে পড়ছে ছানি
কালো চশমা টানি!
আমি, আমার কথা বলছি…!
ঘোড়ার আগে গাড়ি
দিলেম এবার ছাড়ি,
চাবুক নিলো কাড়ি
আমি দিলাম আড়ি!
আমি, আমার কথা বলছি…!
হাতে দেই ঘড়ি
পকেটে নেই কড়ি,
ফালতু কেচ্ছা গড়ি
ধমক খেয়ে নড়ি!
আমি, আমার কথা বলছি…!
নাকটা আমার বুচি
রুমাল বেঁধে ঘুচি,
রুগ্ন আমার রুচি,
তবুও নানান সূচি!
আমি, আমার কথা বলছি…!
তিঁলকে করি তাঁল
কাটি গর্ত খাল,
ফাঁসলাম ফেলে জাল
বিঁধলো বুকে ফাল!
আমি, আমার কথা বলছি…!