তাপস কুমার বর
সেদিনের সেই আলপনা হাত,
আমি ছুঁতে চাই আজো তোমায়…
কত মরুপথ বেয়ে।
আজো ছুঁতে চাই…শুধু
তোমায়,
অন্ধগলির পথ হেঁটে।
লা লা লা লা,
গিটারের তার গেছে ছিঁড়ে,ওই অজানা…
কোন দেশে।
আজো কত স্মৃতি মনে পড়ে সেদিনের সেই, কলেজ ক্যাম্পাসে।
দেখেছি শুধু তোমাকে,
আমি পারিনি বলতে…
আজো সে কথা তোমাকে,
ওই অন্ধগলির পথ হেঁটে।
লা লা লা লা,
গিটারের তার গেছে ছিঁড়ে, ওই অজানা…
কোন দেশে।
আজো তোমায় কত খুঁজি,
নীলমাখা সমুদ্রের ধারে।
লাল লাল কত রঙ গেছে মিশে,
তোমার স্বপ্নের…
মায়াসাগরে,
আমি ছুটি অন্ধগলির পথ হেঁটে।
লা লা লা লা,
গিটারের তার গেছে ছিঁড়ে, ওই অজানা…
কোন দেশে।
আজো স্বপ্নেরা মিশে গেছে সব,
ব্যর্থ মহাসাগরে,
আজো খুঁজি শুধু তোমায়,
কান্নার ভেজা বালিশে।
স্বপ্নেরা গেছে হারিয়ে,
আমার অন্ধগলির পথ হেঁটে।
লা লা লা লা,
গিটারের তার গেছে ছিঁড়ে, ওই অজানা…
কোন দেশে।