এম.এইচ সাইমন হাসান
আসলে ভবে মরতে হবে
মোরা সবাই জানি,
একদিন যে সাদা কাপড়ে
ঢাকবে দেহখানি ।
যে কোনদিন যদিও আমি
হঠাৎ মরে যাই,
আসতে মোর প্রাণের সখা
খবর দিবি ভাই ।
সাদা কাপড়ে দেহ আমার
রাখিস তোরা ঢেকে,
জনম দুঃখী সখা আমার
কাঁদবে দেহ দেখে ।
আসলে পরে প্রাণের সখা
আনবে কেটে বাঁশ,
সবাই মিলে গোরে রাখিস
ধরে আমার লাশ ।
বাড়ির পাশে কদমতলা
মোরে কবর দিবে,
প্রাণের সখা আসবে যাবে
মোর খবর নিবে ।