আহাদুর জামান
আমার কাছে বিজয় মানে—–
বিশ্বজুড়ে বাংলার গৌরব,
আমার কাছে বিজয় মানে—–
ফুল পাপিয়ার সৌরভ;
আমার কাছে বিজয় মানে—–
রক্তে ভেজা সিক্ত তাজা ফুল
আমার কাছে বিজয় মানে—–
অথৈ জলে ভাগ্যে পাওয়া কুল।
আমার কাছে বিজয় মানে—–
আঁধার ক্ষণে দীপ্ত আলোর মুখ;
আমার কাছে বিজয় মানে—–
খুনের দানে দুঃখ মাঝে সুখ;
আমার কাছে বিজয় মানে—–
স্বাধীন বাংলাদেশ
আমার কাছে বিজয় মানে—–
মুক্ত আকাশ মুক্ত পরিবেশ।
আমার কাছে বিজয় মানে—–
আমার মায়ের পানমুখেতে হাসি
আমার কাছে বিজয় মানে—–
বলতে পারা আমার তুমি বড্ড ভালোবাসি।