সৌমেন দেবনাথ
কত কথায় তুলে ধরি
আমার ছড়ার ছন্দে,
কেউবা আমায় ভালো বলে
কেউবা রাখে মন্দে।
ছড়া লিখি প্রতি দিনই
আমার নাকি নেই কাজ,
কাজের মাঝেই ছড়া লিখি
সকাল সন্ধ্যা সাঝ।
বিয়ে নাকি করলে আমার
পালাবে লেখার ভূত,
আমি ভাবি বৌ যে থাকলে
লিখবো ছড়া অযুত।
তুমি ঘুরছো এদিক সেদিক
খাচ্ছো ডালের বড়া,
আমি ঘরে কলম দিয়ে
লিখছি তাজা ছড়া।
কেউবা বলে লিখে কি লাভ
কেউ কি এখন পড়ে,
লেখায় থাকবে ধরার বুকে
উড়বে না যা ঝড়ে।
দেখছো তুমি অসংগতি
পাশ কেটে চলে যাও,
আমি লিখে জবাব জানাই
পারো না তুমি তাও।
ছড়া লিখি শখের বশে
ছড়ায় জীবন জাগে,
একটি ছড়া লিখতে পারলে
খুবই ভালো লাগে।
ছড়ায় থাকে সুখের কথা
ছড়া শুধু ডাকে,
ছড়া লিখলে কষ্ট কমে
ছড়ায় স্বপ্ন থাকে।