মো: কামরুল হাসান
আবার যদি দেখা হয়
সেই তোমাতে আমায়-
মেঠো পথের বাঁকে
নয়তো বৃক্ষ ছাঁয়ায়।
অমোঘমন্ত্রে তাকিয়ে আমি
তোমার নয়ন পানে-
বলব সেদিন একটি কথা
করবো নিমন্ত্রনে।
আসো যদি এদিন তুমি
অনেক কথা নয়-
একটি কথায় সুধায়ে তোমায়
ধরণী করবো জয়।
আশ্বিনের ক্ষরতা ধুয়ে
আসবে যখন বৃষ্টি-
শীতবারতা জানাবো তোমায়
পৌষপার্বণ সৃষ্টি।
আবার যদি দেখা হয়
শ্রাবণ মেঘের দিনে-
আকাশপানে থাকবো চেয়ে
বৃষ্টি পড়বে ক্ষণে।
অনেক দুরে তোমার পথ
তবুও অনেক কাছে-
চলার পথে পিছন ফিরে
তোমায় দেখি পাশে।
আমি যেমন খুঁজি তোমায়
আমায় তুমি পাও?
হাত বাড়ালেই পাবে তুমি
আমায় যদি চাও।
দাড়িয়ে আছি এখনো আমি
সন্ধা মেঘের তীরে-
দ্বীপ জ্বালিয়ে আসবে বলে
পা বাড়িয়ে ধীরে।
আবার যদি দেখা হয়
সেই আশাতে বাঁচি-
এইতো আমি সেই আমি
আগের মতই আছি।