বিমান বিশ্বাস
অন্তর্ঘাত
বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে আজ এ হৃদয়
চোরাস্রোতে বইছে ক্ষুধার্ত বিভীষিকাময় বিচারবহির্ভূত
তৃষ্ণার হাহাকারে!
রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে কলুষ ভাবনার আগুনের ছাই!
সে পোড়াতে চায়
ভেজাতে চায় উগ্ৰতার বিষ বৃক্ষকে,
নির্লজ্জ, নির্লিপ্ত চাওয়া পাওয়া,
পাড়ি দেয় কুঞ্চন অধরের ছোঁয়া পেতে,
সে তামাশার দম্ভ আর
রসিকতার আঘাতে হয়
আঘাতে হয় জীর্ণ!
অকুলে ভাসাতে চায় নরম মাংসল পিন্ডকে।
আন্তরিকতার অভাবে বন্ধ হয়
বন্ধ হয় মুঠোয় ছোঁয়ার স্বপ্ন।
তৃষ্ণার বুদবুদ যায় থেমে।
রক্ষী বিহীন আবরনে ঢাকা পড়ে,
ভীষণ পাওয়ার ইচ্ছে।
একাকী রাত্রি যাপন করে
অভিনন্দনের আশায়!