কনককান্তি মজুমদার
মুক্তির স্বাদে মানুষের যে উল্লাস
জন সাধারণের যে আনন্দোচ্ছাস
তারই নাম স্বাধীনতা!
একটানা নিষ্পেষণের বেড়াজালে জর্জরিত জনগন যেদিন দেখলো হানাদার মুক্ত দেশ
তারা নিজেদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণের অধিকার পেয়ে গেছে ,
সেদিনের সে উল্লাস মনের আবেগ আজকের আঙ্গিকে বিশ্লষণ অসম্ভব ;
এই মুহূর্তে সেটা বুঝতে যাওয়া
বোঝাতে যাওয়াও বাতুলতা।
কিন্তু সেই দিন মনে রেখে উৎসব আয়োজন
আগামী প্রজন্মকে জানানোর জন্য
অত্যন্ত জরুরি ;
তাই পুরো দেশ জুড়ে এই অনুষ্ঠানে
হওয়া একান্ত কাম্য।