শেখ হোসনা
কত বারও ভেবেছি-
এ দেখাই শেষ দেখা
হোক না আজি।
তোমার সুবাসের পাশে বসি।
যবে হই একাকী,
দেখি মন আনচান;
বাহানা খুঁজি।
কত কথা রয়েছে বাকি-
বলাই হয়নি সব
বলি বলি করি।
তোমার সুভাসের পাশে বসি।
নিজেকে তুচ্ছ করে তুলি,
শুধুই বাহানা খুঁজি
আরেকটি বার দেখবো বলি-
বলি, এ দেখাই শেষ দেখা
যেনো নাহোক আজি,
মন যে আনচান প্রতিবারই।