আশরাফুল ইসলাম
রাত তিনটা বত্রিশ মিনিট ঘুম আসছেনা। মাথার মধ্যে শুধু একটা কথাই বাক খাচ্ছে ‘আমি তোমাকে ঘৃণা করি’ I want you to die early ! অবশ্য চৈতালী এর চেয়েও বেশি ঘৃন্যাত্বক শব্দ ব্যবহার করেছে “তুমি জলে ডুবে মরো”
সাঁতার জানা একজন মানুষ কী করে জলে ডুবে মরবো? ভাবছি গলায় কলসি বেঁধে নিলে কেমন হয়? Drowning until death!
none can sweem at this moment! আত্মহত্যা মহাপাপ তাই কাল ওস্তাদকে জিজ্ঞেস করবো তিনি অনুমতি দিলে চেষ্টা করে দেখবো!
গলা শুকিয়ে আসছে পানির বোতলের সব পানি একর ঢোকে শেষ করলাম!
সকাল ১০ টায় ঘুম ভাঙলো বাবার ফোনে।
কি হয়েছে আশরাফুল, তোমার শরীর খারাপ নাকি?
জ্বি আব্বা! শরীরে জ্বর সাথে ভীষণ মাথাব্যথা! হয়তো বেশিদিন বাঁচবো না! আল্লাহ্ মানুষকে কোন না কোন উসিলায় তুলে নেন! আমাকেও হয়ত তুলে নেবেন!
মারা যাবে তুমি, এসব কি কথা?
তোমার অনেক দায়িত্ব কর্তব্য আছে যা পালন করতে হবে, তুমি পরিবারের বড় সন্তান,
ভেঙে পড়বে না!
জ্বি আব্বা! আমি ভেঙে পড়ছি না দিব্যি বিছানায় বসে আছি!
আমার জন্যে দোয়া করবেন যেন আপনার দেনাগুলো পরিশোধ করতে পারি! আপনাকে ঋণ মুক্ত করতে পারি।
আচ্ছা আব্বা আপনার ঋণের পরিমাণ কত?
প্রায় ৫ লাখ টাকা!
ও আচ্ছা ঠিক আছে ব্যবস্থা হয়ে যাবে!
আচ্ছা আশরাফুল তোমার কাছে কি এতগুলো টাকা আছে?
না আপাতত নেই তবে কিছুদিন পরে হয়ে যাবে! আমি আপনার খেদমতে ঐ টাকাগুলো দেবো ইনশাআল্লাহ!
কোরআনে আছে Show gratitude to me and your parents! আশা করি কোরআনের অন্তত একটা নির্দেশ পালন করতে পারবো আব্বা!
আমার আব্বা খুব ভদ্র, নিরীহ ও গোবেচারা মানুষ আমি কিছু বললেই শুধু বলবে আচ্ছা! আচ্ছা!
এই মানুষটি সারাজীবন অন্যের থেকে কষ্টই পেয়ে গেছেন!আমার জানা মতে তার স্ত্রী তাকে বিনা দোষে হার্ট করলেও তিনি বলেন , It’s ok! ( আচ্ছা! আচ্ছা!)
দেশের এক বড় ডায়াগনস্টিক সেন্টারে নামকরা ডাক্তার আমার যাবতীয় চেকআপের রিপোর্ট দেখছেন আর বারবার চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকাচ্ছেন! পেচা যেমন মানুষের দিকে তাকিয়ে থাকে অবিকল সেরকম!
বিরক্তির সাথে মুখ নিচু করে ফেসবুকের ডাটা অন করলাম চৈতালী লিখেছে I don’t want to see you again in my life!
আল্লাহ তোমাকে উচিত শিক্ষা দিন! একজন বদমেজাজী ও বখাটের হাত থেকে তিনি আমাকে রক্ষা করেছেন, শুকরিয়া! আলহামদুলিল্লাহ!
ডাক্তার আবার আমার দিকে তাকালেন!
আপনার সাথে কেউ আসেনি?
জ্বি না!

আমার কোন Care giver নেই!
কোনো অভিভাবক আসেনি আপনার সাথে?
আপনার স্ত্রী বা অন্য কেউও আসেনি?
নাকি বিয়ে থা’ও করেননি?
জ্বি একবার করেছিলাম আমি অপদার্থ বলে সে আমাকে ছেড়ে পদার্থ মানুষের কাছে চলে গেছেন!
আপনার দীর্ঘদিন ধরে ডায়াবেটিস!
অনিয়ম চলাফেরার কারনে একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, অপারেশন করতে অনেক টাকা লাগবে! পারলে ভারতে গিয়ে চিকিৎসা নিন, কম খরচে মোটামুটি ভালো চিকিৎসা পাবেন!
কত টাকা লাগবে আনুমানিক?
প্রায় ৬/৭ লাখ!
ফাইলগুলো গুছিয়ে নিয়ে ডাক্তারকে লম্বা সালাম দিয়ে বের হলাম! নিচে একটা চায়ের দোকানে বসে এক কাপ চা খেয়ে একটা সিগারেট ধরালাম।
হঠাৎ এ্যালিকো লাইফ ইন্সুরেন্স এর কর্মকর্তা দেবাশিস বসুর সাথে দেখা হয়ে গেল!
তিনি আমাকে অনেক উপকার করেছেন যা ভোলার নয়!
তাকে তিন মাসের টাকা হাতে ধরিয়ে দিলাম। আমার ইন্সুরেন্স এর মেয়াদ প্রায় শেষ হয়ে আসছে!
জীবনের সময়ও ফুরিয়ে আসছে।
আমার শ্রদ্ধেয় পিতা কে আমার এই লাইফ ইন্সুরেন্সের নমিনি করা আছে। আমার অবর্তমানে তিনি এই টাকার মালিক হবেন । আশাকরি এই টাকা হাতে পেলেই তার যাবতীয় দেনা শোধ হয়ে যাবে!
তিনি ঋণ মুক্ত হবেন এবং আমার জন্য প্রাণভরে দোয়া করবেন!
আজ বাবার গলায় গান শুনতে ইচ্ছে করছে! সেই কবে তার মিষ্টি গলায় গান শুনেছি।
বাসায় ফিরতে রাত হয়ে গেল, বিছানায় হেলান দিয়ে সিগারেটের প্যাকেটের অবশিষ্ট শেষ সিগারেটটি বের করে ধরালাম!
আমার পুরনো কম দামী ডাইরিটি বের করে লিখতে আরম্ভ করলাম! আজ লেখা আসছে…
I want to feed some poor people with satisfaction before I die ! My soul will be happy if I can organize a prayer before my death ! I wanted to see everyone happy ! May everyone be happy in the future !
আমার বহুদিনের বাসনা কিছু অতৃপ্ত আত্মা কে পরিতৃপ্ত করা!
তৃপ্ত আত্মার অসাধারণ কিছু মানুষ দেখার খুবই ইচ্ছা আমার!
ওস্তাদ বলেছেন তোমার আত্ম বিসর্জনে যদি কিছু জীবাত্মার শান্তি হয় তবে তোমার উপর পরমাত্মা খুশি হবেন! এবার আমি জীবাত্মা ও পরমাত্মার আনন্দ একসাথে উপভোগ করবো ! আমিও যে সাধক!