বিথী নন্দী
আত্নহুতি শেষ হয়ে যাক চামড়ার প্রলেপে গড়া আত্মার বাসস্হান;
ধুলো জমুক কালো কাজলে ;
বন্ধ টেলিফোনের অব্যবহৃত ক্যাবলের মত
অবহেলায় পড়ে থাক একটা জীবন।
মাকড়সার জাল ছেয়ে যাক বইগুলোর পরতে পরতে
ধূম্রজালে জড়াক স্বপ্নের বেষ্টনী।
জ্বলে ছাই হোক মায়া-আবেগ, সৌন্দর্য
পৃথিবীর আবর্জনার স্তুপে পড়ে থাক একটা কঙ্কাল ;
যার চোখে কখনো স্বপ্ন ছিলো,উড়ে বেড়ানোর নেশা ছিলো,
হাসি ছিলো ঠোঁট জুড়ে ;
আত্মরোদনে সে আজ ভস্ম হয়ে যাক! যাক!!