বাঙালি জাতির ইতিহাস দেখতে গেলে অনেক কষ্টার্জিত এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিশ্বের মানচিত্রে জাতির স্বাধীনতার লাল সবুজের পতাকা বাংলার আকাশে উড়তে অনেক আন্দোলন হয়েছে। ইতিহাস তার সাক্ষী। তাই বাঙালি জাতির ইতিহাসের অন্যতম একটি দিন।
আজ ২৪ শে জানুয়ারি ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস। ১৯৬৯ সালের ২৪ শে জানুয়ারি এদেশের ছাত্র জনতা একসাথে বুক পেতে দিয়েছিল। মুক্তিকামী নিপীড়িত বাংলার জনগণের পক্ষে জাতির মুক্তির ৬ দফা এবং ছাত্র সমাজের ১০ দফা কর্মসূচি মূল উদ্দেশ্য হলো গণঅভ্যুত্থান।
তৎকালীন সরকারের নিপীড়নের জুলুম এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রসভা প্রতিবাদের কর্মসূচির মিছিলে পুলিশের গুলিতে মেনন গ্রুপের ছাত্রনেতা আসাদুজ্জামান নিহত হলে সংগ্রামী বাংলার জনগণ গণঅভ্যুত্থানের রূপ নেয়।
আজ ২৪ শে জানুয়ারি মতিউর নামের নবম শ্রেণীর ছাত্র এবং রুপম নামের এক ছাত্র ছুরিকাঘাতে নিহত হন। ঠিক তখনই বাংলার রূপ পাল্টে যায় ঢাকার আকাশ বাতাস যেন স্তব্ধ হয়ে যায়। তৎকালীন পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঢাকার পরিস্থিতি। প্রতিবাদে সংগ্রামী জনতা সচিবালয়ের দেয়াল ভেঙে আগুন ধরিয়ে দেয়।আইয়ুব সরকারের নেতাকর্মী ও দালাল চক্রের সকল পাকিস্তানের আস্তানার এবং সকল কর্মকাণ্ডে আগুন জ্বেলে দেই আর সেই গণঅভ্যুত্থান সাক্ষী বাংলার জনগণ আইয়ুব গেট এর নাম পরিবর্তন করে আসাদ গেট নামকরণ করেন।
আসলে বাংলার যে কোন ইতিহাস ঐ স্বাধীন বাংলাদেশ গড়তে সেই ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালি জাতির স্বাধীনতার জন্য একের পর এক কষ্টেঅর্জিত আনেক দিন মনে করে দেয়।
শেখর চন্দ্র সরকার
লেখক,সাংবাদিক।