বায়ান্নর সেই একুশ
আমায় এসে ডাকে
রক্ত রাঙ্গা এল ফাগুন
ঐ যে শিমূল শাখে।
ভোর না হতেই শোকের মিছিল
প্রভাত ফেরি গানে
আমরা সবাই যাচ্ছি ছুটে
শহীদ মিনার পানে।
আজকে একুশ শহীদ মিনার
ফুলে ফুলে ভরবে
শোক-বেদনায় কতনা মায়ের
চোখের জল ঝরবে,
শ্রদ্ধা ভরে করবো স্মরণ
আজকে সবাই তাঁদের
মায়ের ভাষা নিয়ে মোরা
গর্ব করি যাদের।