সারা ফেরদৌস
আগমনী ভট্টাচার্য নামটি বড় আকর্ষনীয়া,
এমনি তো আরও কত কত নাম বর্ণা আলী,
মিল্কী মাহমুদ……
সব নাম আমায় ব্যাথিত করে l
এক দুপুরে হঠাৎ করেই বেজে উঠলো ফোনটি
ওপাশ হতে মেয়েলী কণ্ঠের রিনিঝিনিও বেজে উঠলো ll
এপাশ হতে বললাম : কে বলছেন ?
মেয়েলী কন্ঠ বলে উঠলো : ও আছে ?
আমি বললাম : কে …? কাকে চাই আপনার ?
সে বলে উঠলো আমি আগমনী ভট্টাচার্য l
আমি চিনলাম, বড্ডো চেনা নাম, অদেখা পরিচিত সত্ত্বা,
আমি বললাম : খানিক আগে বাহিরে গিয়েছে, ভুল করে ফোনটি নেওয়া হয়নি সাথে করে l
আগমনী : তুমি ভালো আছো ? তোমার কথা ও খুব বলে l
আমি চুপ করে বসে থাকি, ঘড়ির কাঁটা ঘুরতে থাকে নির্বিঘ্নে l সেজদির মেয়েটা কাজলীও তো এভাবেই ঘুরে l
সে আবার বলে : তুমি নাকি খুব ভালো রান্না বান্না করো, একদিন আসবো তোমার বাড়িতে l ওর নাকি ভীষণ যত্নআত্তি করো, প্রায়ই বলে আমায় l
আমার চোখ ছলকে বেরিয়ে আসে জল, মনে মনে শুধু বলি : সেবাদাসী চেয়েছিলে বুঝি, প্রেম চাওনি কভু !!