প্রণব শর্মা
একাত্তরের রণাঙ্গনে
সকল সম্প্রদায়,
স্বাধীনতার স্বপ্ন নিয়ে
যুদ্ধ করতে যায়।
বীরবাঙ্গালি যুদ্ধ করেছে
রেখেছে বাংলার মান,
সোনার বাংলা গড়তে তাঁরা
উৎসর্গ করেছে প্রাণ।
আকাশ বাতাস ছড়িয়ে গেল
মায়ের চোখের জলে,
রাজপথ রঞ্জিত হলো
স্বাধীনতা আসবে বলে।
একাত্তরের দিনগুলি গগণভেদী আর্তনাদের
স্মৃতি বয়ে আনে,
বাঙ্গালী ভাই বীরের জাতি
রক্ত দিতে জানে।
নয় মাস যুদ্ধ করে তাঁরা
এনেছে স্বাধীনতা,
তাঁদের জন্য মুক্তি পেলাম
এটাই বাস্তবতা।
সূর্যোদয়ের পূর্বাভাসে
মুছে গেল সব কালো,
বীরবাঙ্গালী করেছে এদেশ আঁধার থেকে আলো।