এস আর এ হান্নান
ছন্নছাড়া এক উচ্ছন্ন মানুষ
অতীত অনুশীলনে অতীষ্ঠ
রং রূপ বৈচিত্র এখন স্তিমিত
আমি এক অসমাপ্ত পুরুষ॥
নষ্ট জন্মের কাছে নতজানু
নষ্ট হতে হতে
নষ্ট প্রহরের মধ্যে নিমজ্জিত
আমি এক
অসমাপ্ত পুরুষ॥
কষ্ট কীষ্ট জীবন চিত্র
কষ্টের হোলিখেলায়
কেটে যায় অষ্ট প্রহর
আমি এক
অসমাপ্ত পুরুষ॥
দুরন্ত দুর্বার
শীর্ণ সুঠাম
লুপ্তপ্রায় অস্তিত্ব
আমি এক
অসমাপ্ত পুরুষ॥
আলোয় বেরুতেই
ঘোর অন্ধকার
দফ করে নিভে যায় বাতি
আমি এক
অসমাপ্ত পুরুষ ॥