তাপস কুমার বর
ভাতের হাঁড়ি ধুকছে আজ,
রাস্তার নোনাবালি।
পাত্তা নেই মানবতার,
আছে ঔদ্ধত্যের অট্টহাসি।
ধুঁকে ধুঁকে ওরা জীর্ণ শীর্ণ,
চৌচির চোরাবালি।
ক্ষমতার শক্ত হাত…
আজ মুনাফা অর্থলোভী।
অভুক্ত জীর্ণ শরীর,
হয়ে উঠেছে কান্নার শীর্ণ কঙ্কাল।
জীবন আজ জড় বস্তু,
সভ্যের পা লুটিয়ে পড়া ভিখারি জীবন।
চারিদিকে শুধু অভুক্ত খাদ্যে হাহাকার,
এই ফুটপাত জীবন।
যুদ্ধে তোমাদের ক্রীতদাস বানায়,
স্বার্থের রক্তক্ষয়ী অস্তিত্বের সংগ্রাম।
মূল্যের কি দাম আছে,
ওই মুনাফা লোভী সাম্রাজ্যে?
অভুক্ত কত ফুটপাতবাসী…
নেই খাদ্যের ছোঁয়া…
আছে শুধু স্বার্থের সভ্য শাসন।
আজও কত অভুক্ত পেট,
ভাত ভাত করে চিৎকার করে,
লঙ্গরখানায় নিশিদিন কান্নার অশ্রু ভেজানো জলে।