নাহিদ আহমেদ নিরব
আমি পথিকের বেশে তাকিয়ে আছি
তুমি আসবে বলে,
কিন্তু তুমি তো এলে না
আমাকে ভালবেসে
তবে কেন করো তোমাতে আকর্ষন
আমার মনে বিষাদে জ্বালিয়ে দিলাম আগুন
পুড়িয়ে দিবো হাজারো ভালবাসা গড়া স্তম্ভগুলো
যার উত্তাপ বিষাদময় শিখা
অবিকল বাঁধা দেবে তোমার পথ চলায়।
হৃদয়ে স্বপ্নের ভালোবাসা স্তম্ভ ছিল
যাকে ধ্বংস করেছে তোমার অবজ্ঞা
তাই
সরিয়ে দাড়িয়েছি তোমার কাছ থেকে
মনের মধ্যে ধরেছি বিষন্নতা
তুমিও কি ভেবেছিলে একবার এই ভালবাসার মানে
আমি সব শেষ করে দিয়ে,
পাঠিযে দিলাম ভালবাসা মাটি দিয়ে কবরে।