রীতা আক্তার
নিভে যাচ্ছে একে একে সব আলো।
ঘন অন্ধকারে ছড়িয়ে পড়ছে,
না বলা যত কথা।
কি হবে বেঁচে থেকে?
কি হবে উবে গিয়ে তোমার ভাবনায়?
নিছক অভিমান ম্লান করে দিলো সব আলো।
অহেতুক জটিলতা,
অহেতুক বায়না শত শত,
ভাবি- সবইকি অহেতুক ছিলো তোমার কাছে?
পাগলামী আর ভালোবাসাও তো ছিলো তোমার প্রতি।
তুমি বুঝলেনা তা।
মরে গিয়েও যদি তোমায় বোঝাতে পারতাম
আমার শত অভিমানে তুমি মিশে আছো,
যদি বোঝাতে পারতাম, আমার বায়না যত তোমায় ঘিরে।
তবে তাই হোক না..
তবুও তুমি বুঝে নাও
আমার ভালোবাসায় কোনো ফাঁক ছিলো না।
একবার অভিমান ভাঙিয়ে দেখো
আমার দু’ চোখ ভরা জলে কত
ভালোবাসা জন্মে আছে তোমার জন্য।