(এক)
যে নাম এখনো হয়নি ছাপা
বই কি-বা অভিধানে
একবার খুঁজে দেখি যদি পাই
মন আর বোধের অভিধানে
ডাকা যায় তারে
কি এমন সুন্দর নামে।
(দুই)
তোমার
গোলাপবাগের গোলাপ থেকে
একটা গোলাপ নাও তুলে
দাও ছড়িয়ে পাঁপড়িগুলো
ভেজাবো আজ এই নিজেকে
সেই গোলাপের জলে।
(তিন)
আমার চোখের সামনে মৃত্যুকূপ
স্বপ্নে দেখি শিয়রে জ্বলা ধূপ
শান্ত আমি ঘুমিয়ে থাকি চুপ
কেউ দেখেনা বলতে পারার
অক্ষমতার এই যে গোপন রূপ।
(চার)
ক্লান্ত আমি বয়ে বয়ে জীবনের ভার
কেউ কি আছো নেবে জীবনটা ধার
লাগবেনা কানা-কড়ি সিকি-আনা চার
দাসখত দিয়ে দেবো চাইবোনা আর।
(পাঁচ)
ছড়িয়ে দিলাম আমার যতো
ভালবাসার রঙ
তুমি সেজে নিও ইচ্ছে মতো
তোমার মনের মতন।
কবিতাগুলো ভালো লেগেছে।
ধন্যবাদ প্রিয় কবি!