আল আমিন বাঘ
এ হৃদয় শুধু শূন্যতায় ভরা,
স্বপ্ন গুলো আজ অপূর্নতা ঘেরা।
তবুও স্বপ্ন দেখি কল্পনার ছলে,
হৃদয় কাঁদে বিষন্নতার জলে।
কঠিন সময়ের পালাক্রমে
জীবন চলছে ধাপে ধাপে,
আমার আশা ভালবাসার সর্বসাকুল্লে
কাঁদিয়েছো তুমি আমায় নয়ন জ্বলে।
তবুও আশা ভালবাসা বুনি এই বুকে,
হাজারও বেদনার সমীক্ষা পরে।
অশ্রুসিক্ত ক্লান্ত আমার মন
প্রতি রাত জেগে থাকি সারাক্ষণ।
বহু চেষ্টায়ও অপূর্ণতা আশে ফিরে বারে বার
তাই শূন্যতায়ই আমার আপন,
জীবন অপূর্নতায়।