তুমি বারবার বলতে ,”ভুলে যাবেন না তো?
আপনার জন্য ঘুম হয়না ঠিক একটি রাতো।
ভুলে গেলে আমি মরে যাব কিন্তু।”
এখন আমি নই, তুমি ভুলে কাটিয়ে দিলে দিন তো।
আমি ভুলে যাব ভেবে,যে জন ভয় পেতো,
এখন তুমি নয় সে তো।
আমাকে দেখে আজ অচেনার মত পাশ কেটে যাও,
এভাবে তুমি কতটুকু সুখ পাও।
যখন একা থাকি,খুজে ফিরি উত্তর।
কি কারনে ভুলে গেলে?কেন হলাম পর? একদিন তুমিই তো বলেছিলে,”ভালবাসি।
যতদিন বাঁচব থাকব পাশাপাশি।
যত বাধাই আসুক,পরিবার যদি করে মানা ।
ভুলব না,হারিয়ে যাব হাতে হাত রেখে অজানা। “
আজ হারিয়েছ ঠিক, আমার সাথে নয়।
আমার জীবন থেকে, দিয়েছ অন্য পরিচয়।