মো: হাসিবুল ইসলাম চন্টু
আজ তুমি যার প্রসংশা করছো,
সেতো গতরাতেও প্রকাশ্য তোমার নিন্দা করছে,
আর অন্তরালে তুমি তাকেই নিজের দামি উপহার দিলে।
আমি কখনো তোমার নিন্দা করিনি,
নিঃসন্দেহে নিভৃতে তোমার নরম মাংস স্পর্শ করতে চাইনি।
দ্বিধা সংকোচ রক্ত চক্ষু আড়াল করে ভালোবেসেছি তোমাকে, এখনো বাসি।
আর তুমি সেই আপনজনকেই চিনলে না,
চেনার চেষ্টাও করনি,
আমিও তোমার থেকে উপহার পেয়েছি,
সেটা কি জানো?
তোমার ভেজা ভেজা লাল গোলাপি ঠোঁটের মৃদু হাসি,কোকড়ানো চুলের ঘ্রান আর সস্তা ভালোবাসা।
সেটা আমার কাছে ওতোটা দামি ছিলো না।
সেদিন তার নিন্দা সূচক বাক্যর জন্য তুমি তাকে,
নীল পদ্ম দেখিয়েছিলে।
যেদিন পদ্ম ফুল আর আগের মত প্রস্ফুটিত হবে না,সেদিন তোমাকে লাথি মেরে ফেলে দিবে,
খুজে নিবে নতুন আস্তনা।
প্রিয়তমা তুমি হবে নিরুপায়,ভাবছো আমি,
আরে আমি তো আছি আমার তো তোমাকে এতো কাছে পাওয়ার ইচ্ছে ছিলো না।
এখনো নাই।
ভালোবাসা টাকা হলে রমণী পাড়ায় পাওয়া যায়, সে কি আদ্যো ভালবাসা?
না ভালবাসা না,
সেটা বেশ্যাদের বেশ্যাবৃত্তি,সেটা তাদের ধর্ম,
সেটা ভালবাসা দেয়া নেয়া বলে না,
আবেগ অনুভূতি, পেঠের ক্ষুধা নিবারণের মাধ্যম মাত্র।