বিমান বিশ্বাস
সেই তো কবেই হারিয়েছি তাকে!
তাই;
বেদনা খুঁড়ে আর কি হবে?
তবুও;
অসুস্থ মৌমাছির দৃষ্টি যায়,
দৃষ্টি যায় রোমকূপে ঢেকে থাকা,
রক্তাক্ত নিথর গোলাপের দুই পাপড়ির দিকে—
আজ কাল শুধু দেখি;
প্রেমের স্থায়ী বাসস্থানের বড্ডো অভাব–
রূপসী স্বপ্নের ঘোর কেটে গেলে..
আগুনে পরশ আসে গদগদ হয়ে,
যেন তা নন্দনের সিনেমার ফেস্টিভ্যাল!
ভালোলাগার স্পর্শ থাকে,
থাকে না শুধু ভালোবাসা!
হৃদয়ে আমার থেকে থেকে উঁকি দিয়ে যায়;
মেঘ কণা বজ্র বিদ্যুৎ,
আমার ভালোবাসা;
খুঁজে ফিরি তাকে সমুদ্র সৈকতে-
খুঁজি তাকে পাহাড়ের ঢালু খাতে,
পাই শুধু কাঁকর আর নুড়ি
তথাপি;
জানো কি তুমি প্রিয়তা!
আমার হৃদয় ক্যাম্পাস হয় না বন্ধ,
সে চায় ভালোবাসার পঠন পাঠন!
কিন্তু;
ভিড়ে হারায় আমার ভালোবাসার ঘুম,
দৃষ্টিহীন শব্দ শুনি নেপথ্য অন্তরে,
অস্পষ্ট ব্যস্ততায় হারায় প্রেমের সংলাপ!
আলোকোজ্জ্বল হৃদয় আকাশে ঘনায়,
ঘন কালো নির্ঘুম রাত্রি!
দূর অন্তিম প্রভাতে তবুও
রৌদ্র হৃদয় নগরী আমার নাচে,
নাচে সে;
পাওয়ার মুদ্রাদোষে…
শুনি আমি;
সমুদ্রের আলপনায় ভেসে আসে,
তৃষিত নুন!
গভীরতম অসুখে তবুও ভেসে আসে,
ভেসে আসে বেদনার সুখ!
না পাওয়ার ইচ্ছেরা তবুও প্রশ্ন তোলে….
সে আর কত দূর…