সৌমেন দেবনাথ
আমার অন্তরিন্দ্রিয় জেনেছে,
মনশ্চক্ষে পড়েছো ধরা,
তোমার মাঝেই আছে লুকিয়ে
অনন্ত আকাশের শ্রীশোভা।
উদবেলিত হৃদয়পটে
তোমার আনন্দ মুখ দেয় ধাঁধা,
তুমি হৃদয়ের এক কণা
তোমায় ঘিরে যত মনোবাঞ্ছা।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
এখনো ঘুমটা অনেক কাচা,
এ ঘুমে করো না কভু আঘাত
স্বপ্ন দেখা করো না বৃথা।
তোমায় ঘিরে আশা আমার
আকাশস্পর্শী বা হিমালয় সমান,
আশায় ব্যাঘাত মানে আমার
সাগর অতলে স্থান।
প্রত্যাশা আমার প্রাপ্তিতে শেষ,
আত্মা তুমি করো না কতল,
যা চেয়েছি তাই পেয়েছি
হারানোর ব্যথায় যাবো রসাতল।
বিমুখ তুমি করো না আমারে
কুটিল কোনো অজুহাতে,
তোমার মাঝে কাব্য আছে
ভরাবো তোমায় উপমা দিয়ে।
বসে আছি পথ পানে চেয়ে
পেতে তোমার স্পর্শখানা,
সবটুকু ভালোবাসা নাও
কভু হারিয়ে যেও না।