তাপস কুমার বর
দরিদ্র তুমি কি জানো?
শুধু পেটের জ্বালায় কত শিশু ভিক্ষা করে।
ওদের বিবেকের কষ্ট কেউ কি বোঝে?
শুধু সভ্যতার দুনিয়া ওদের দেখে হাঁসে।
কত ছোট্ট ওদের বয়স,
যেখানে ভালোবাসার স্পর্শ পায়,
কত শিশু মা-বাবার কাছে?
ওরা ছোট্ট বেলায় হারিয়েছে মা-বাবাকে,
ওদের পরিচয় ওরা আজ ভুলে গেছে।
শুধু পেটের খিদের জ্বালায়,
দ্বারে দ্বারে গিয়ে ওরা ভিক্ষে করে।
দরিদ্র আজ ওদের বন্ধন দিয়ে আটকে রাখে।
শুধু একমুঠো ভাতের তরে,
বাটি হাতে নিয়ে ওরা ফুটপাতে বসে।
খাবার না পেয়ে ওরা,
সভ্যের পায়ে ধরে বলে,
বাবু খাইনি কাল থেকে,
দুটো পয়সা দাওনা আমাকে,
খিদের জ্বালায় আমার পেট কাঁদে।
সভ্যতা তুমি জবাব দিতে পারবে?
তোমার দ্বারে ওরা বাটি হাতে নিয়ে ভিক্ষা করে।