নিলডাউন নেই ,ওঠবোস নেই
নেই যে গো বেতের ছড়ি,
অন লাইনে সাজার পথ
দেখালো করোনা মহামারী।
থাকলে তোমার বেতন বাকি
না দেখালে খাতা,
পারবে না গো খুলতে তুমি
ওয়েব পেজের পাতা।
অনলাইনে ফর্ম চলছে ফিলাপ
অনলাইনেই প্রবেশিকা
অনলাইনেই হবে তোমার
সকল বিষয় শেখা।
যৌবনে তুমি চোখ হারাবে
শৈশবেই চুরি মন,
জপের মালা জপবে তুমি
হাতে নিয়ে স্মার্ট ফোন।
পৃথিবী তোমার নয় আজ গোল
কেবল চৌকো স্ক্রীন,
স্কুলের স্মৃতি যাবে উবে
দেখবো কী সেই দিন?
বন্ধু এখন কেউ কি আছে?
টিফিন ভাগ টিফিন বেলা
যাচ্ছে ভুলে এখন শিশু
সেই ধূলোবালি র খেলা।
ঘন্টার গায়ে মরচে ধরা
স্কুলের ফটকে বুনো ফুল
অনলাইনকে আঁকড়ে ওগো
করো না ওগো ভুল।